দৈনিক তালাশ.কমঃ অভিযান-০১(২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ, এএসআই(নিঃ)/ নিরমল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৭.৫৫ ঘটিকার সময় শার্শা থানাধীন ০৬নং গোগা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের ইছাপুর পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক বকুল হোসেন, পিতা-কিতাব আলী এর বসত বাড়ীর সামনে উঠান হইতে পলাতক আসামী ১। মোঃ বকুল হোসেন (৪০), পিতা-মোঃ কিতাব আলী বিশ্বাস, মাতা-মোছাঃ আশরাফুন, সাং-ইছাপুর (পশ্চিমপাড়া), থানা-শার্শা, জেলা-যশোর এর ফেলে যাওয়া মতে ৭০ (সত্তর) বোতল ফেনসিডিল উদ্ধার করেন। উদ্ধারকৃত ফেনসিডিল এর মূল্য অনুমান ২,১০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(২৬ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম, এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ, এএসআই(নিঃ)/ নিরমল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৭.৪৫ ঘটিকার সময় কাতয়ালী মডেল থানাধীন খোলাডাঙ্গা ৫নং ওয়ার্ডের খড়কি টু বামনপাড়া গামী রাস্তার জনৈক আলামিন হোসেন @ বিল্লাল এর নকশী মেটাল ওয়াকশপ এর সামনে ইটের ছলিং রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ জুয়েল বিশ্বাস(৩৩), পিতা-রেজাউল বিশ্বাস @ সাইপার, মাতা-জরিনা, সাং-বুড়িন্দিয়া, থানা-চৌগাছা, জেলা-যশোর কে ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ফেনসিডিল এর মূল্য অনুমান ৯০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।