রাজবাড়ী জেলার পুলিশ অফিস,ট্রাফিক অফিস বার্ষিক এবং সদর সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন

দৈনিক তালাশ.কমঃ ২৫ সেপ্টেম্বর ২০২৩ রাজবাড়ী জেলার পুলিশ অফিস, ট্রাফিক অফিস বার্ষিক এবং সদর সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম-বার, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা।

অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), ঢাকা রেঞ্জ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান জনাব জি. এম. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার, রাজবাড়ী । এ সময় জেলা পুলিশের ঊর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকশ দল অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মহোদয়কে সালামী প্রদান করেন।

অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মহোদয় রাজবাড়ী জেলার পুলিশ অফিস, ট্রাফিক অফিস বার্ষিক এবং সদর সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শনকালে বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন ও করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন এবং জেলার উর্দ্ধতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *