ফরিদপুর জেলা কোর কমিটির মতবিনিময় সভা

দৈনিক তালাশ.কমঃআজ ২৫-০৯-২০২৩ খ্রি. ফরিদপুর সদর উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসন, ফরিদপুর সদর, ফরিদপুরের আয়োজনে জেলা কোর কমিটির সাথে ফরিদপুর সদর উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জনাব লিটন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর সদর, ফরিদপুরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ শাহজাহানা, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় তিনি বলেন- ‘বাল্যবিবাহ প্রতিরোধের সকলকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সকলের সচেতনতা বৃদ্ধি করতে হবে। অভিভাবকদের অবশ্যই খেয়াল রাখতে হবে স্কুল/কলেজ চলাকালীন সময়ে নিজ সন্তান যেন যত্রতত্র ঘোরাঘুরি না করে।।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব শামীম হক, সভাপতি, জেলা আওয়ামী লীগ, ফরিদপুর, জনাব শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, ফরিদপুর, জেলা এনএসআই এর যুগ্ম পরিচালক জনাব মোহাম্মদ মজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব অমিত দেবনাথ, র‌্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমাণ্ডার জনাব কে এম শাইখ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সালাউদ্দিন, পিপিএম, জেলা আনসার ও ভিডিপি‍`র কমাণ্ড্যান্ট জনাব নাদিরা ইয়াসমিনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *