দৈনিক তালাশ.কমঃ আফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,পটুয়াখালীর নির্দেশনায়, এসআই (নিঃ)/সম্বিত রায়, জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালী, সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় পটুয়াখালী জেলার দুমকি থানাধীন আঙ্গারিয়া ইউনিয়ন হতে মোসাঃ আলেয়া বেগম(৫৫), স্বামী- মোঃ মান্নান হাং, সাং- দুমকি সাতানী, ০৪নং ওয়ার্ড, আঙ্গারিয়া ইউপি, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী ২) মোঃ মহসীন শেখ(৩৮), পিতা- মৃত আঃ আজিজ শেখ, সাং- উত্তর হিরন, ০৬নং ওয়ার্ড, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ, এ/পি সাং- দুমকি সাতানী, ০৪নং ওয়ার্ড, আঙ্গারিয়া ইউপি, থানা-দুমকি, জেলা-পটুয়াখালীদ্বয়কে ৪০০(চারশত) বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ ৬০,০০০/-(ষাঁট হাজার) টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দুমকি থানায় মামলা প্রক্রিয়াধীন।