দৈনিক তালাশ.কমঃরবিবার (২৪ সেপ্টেম্বর ২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এসআই খান মাইদুল ইসলাম রাজিবদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ১৪:৩০ ঘটিকায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর সাকিনস্থ ধৃত আসামি মো: নাসিরুদ্দিন মোড়ল এর বাড়ির সামনে রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) নাসিরুদ্দিন মোড়ল (৫৫), পিতামৃত- কাসেম আলী, সাং- কাগজপুকুর, (২) আব্দুল করিম (৪০), পিতামৃত- ফরিদ, সাং- ভবেরবেড়, উভয়থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরদের ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৭৬,৫০০/= টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।