নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা জেলা পুলিশ সুপারের কার্যালয়

দৈনিক তালাশ.কমঃ(২৩-সেপ্টেম্বর) রোজ শনিবার পুলিশ সুপারের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ছিনতাই চুরি-ডাকাতি ও চাঞ্চল্যকর সবজি বিক্রেতা হত্যাকাণ্ডের প্রদান আসামিদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন, এবং
বিভিন্ন কাজের বিশেষ অবদান রাখায় (২৩,শে আগস্ট)মাসে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ থানা সিদ্দিরগঞ্জ নির্বাচিত হয়েছে।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) এর হাতে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেরা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন, ওসি গোলাম মোস্তফা।

জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন এসআই কামরুল হাসান।
জেলা শ্রেষ্ঠ এসআই হিসেবে মামলার তদন্তে, এস আই আলমগীর হোসেন ক্রেস্ট গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ, সুপার মো. আমির খসরু। আরো উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা (অপরাধ ও অপারেশন)।

পুরস্কৃত হয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, সিদ্ধিরগঞ্জের সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতায় আমি এ পুরস্কার অর্জন করেছি। এজন্য সিদ্দিকগঞ্জ থানা বাসীর কাছে আমি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই। আগামীতে যেন সাধারণ মানুষের জন্য আরো ভালো কিছু করতে পারি তার জন্য সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা কাম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *