ঝিকরগাছায় অচেতন করে দুর্ধষ্য চুরির ঘটনায় গ্রেফতার-২,সরঞ্জাম উদ্ধার

দৈনিক তালাশ.কমঃঘটনা ও গ্রেফতারের বিবরণঃজেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় ইং ১০/০৮/২০২৩ তারিখ দিবাগত রাতে ঝিকরগাছা থানার পটুয়াপাড়া গ্রামে জনৈক আশিকুল এর বাড়ীতে অজ্ঞাতনামা চোর চক্র খাবারের সাথে চেতনা নাশক ঔষধ দ্রব্য মিশিয়ে বাড়ীর সবাইকে অচেতন করে ঘর থেকে ১ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ১টি ডিসকভার মোটরসাইকেল চুরি করে নেওয়ার ঘটনায় আশিকুল ডিবি পুলিশকে অবহিত করে খোজাখুজি অব্যাহত রাখে। ডিবি’র এলআইসি শাখার কনষ্টেবল আব্দুল বাতেন এর দুরদর্শিতা ও তথ্য প্রযুক্তির সহযোগীতায় চোর চক্রকে সনাক্ত করলে আশিকুল বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করলে ঝিকরগাছা থানার মামলা নং-২০ তাং-২১/০৯/২০২৩ খ্রিঃ ধারা-৪৫৭/৩২৮/৩৮০ পেনাল কোড রুজু হয়। তৎপ্রেক্ষিতে ডিবি’র এলআইসি টিমের এসআই মফিজুল ইসলাম, পিপিএম, শফিআহম্মেদ রিয়েল কনষ্টেবল আব্দুলবাতেন ও ঝিকরগাছা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই বকতিয়ার আলীদের সমন্বয়ে একটি টিম ইং ২২ সেপ্টেম্বর তারিখে যশোর কোতয়ালী থানা ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টি চোর চক্রের ২ সদস্যকে আটক করে ১ ভরি ১ আনা স্বর্ণালংকার, ১টি মোবাইল ফোনসহ চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামীদের পিসি/পিআর যাচাইয়ে জানা যায়, গ্রেফতারকৃত আসামীগণ আন্তঃজেলা গৃহ চোর চক্রের সক্রিয় সদস্য। আসামীগণ চেতনা নাশক ঔষধের গুড়া খাদ্যদ্রব্যে মিশিয়ে খাইয়ে অচেতন করতঃ চুরি সংঘটন করে থাকে। তাদের বিরুদ্ধে খুলনা বিভাগে বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সালমান আহমেদ শুভ এর আদালতে আসামী রাজু গাজী দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে।

আসামীর তথ্যঃ
১। মোঃ রাজু গাজী (৩৫), পিতা- আবুল হোসেন গাজী, মাতা-মুসলিমা খাতুন, স্থায়ী সাং-পশ্চিম পাইকাড়া, থানা-কালীগঞ্জ, জেলা-সাতক্ষীরা বর্তমান ঠিকানা- পুলেরহাট মন্ডলগাতি আঃ মজিদে বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ২। মোঃ মিজানুর রহমান (২৫), পিতা- মোঃ করিম বিশ্বাস, মাতা-মোছাঃ আন্না মনি, সাং-তেতুলিয়া পূর্বপাড়া, থানা-কালীগঞ্জ, জেলা-সাতক্ষীরা।

উদ্ধারকৃত আলামতঃ
১। ১টি চোরাই মোবাইল।
২। ১ ভরি ১ আনা স্বর্ণালংকার।
৩। চেতনা নাশক ঔষধের খালিপাতা।
৪। ঘরভাঙ্গার সরঞ্জাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *