দৈনিক তালাশ.কমঃনওগাঁ প্রতিনিধ: নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে হরিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দুতালা ভবন তৈরির জন্য রড রাখা ছিল, স্কুলের কাজ চলছিল এমন আবস্থায় রাতে পাহারায় থাকা দুইজন রাজমিস্ত্রিকে ১০ থেকে ১২ জন চোরচক্র ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দেখিয়ে স্কুলের ঘরে রাখা ৬০০ কেজি রড রাতের আঁধারে লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এই বিষয়ে থানায় মামলা করেন।
উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ।