দৈনিক তালাশ.কমঃগতকাল ১৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হত্যা মামলাসহ মোট ০৩টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘ ০৯ (নয়) বছর যাবৎ পলাতক আসামী মোঃ এরশাদ মাতুব্বর (৩৪), পিতা-নবাব মাতুব্বর, সাং-গৌড়দিয়া, থানা-সালথা, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকারি সাথে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, উক্ত হত্যাকাÐের পর থেকে আসামি এরশাদ আত্মগোপনে চলে যায়। গ্রেফতারের পূর্বে সে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে কখনও রিক্সা, কখনও ভ্যান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতো। সর্বশেষ রাজধানী ঢাকার হাজারীবাগ থানাধীন হাজারীবাগ পার্ক এলাকায় ভ্রাম্যমান ভ্যানে করে পেয়ারা বিক্রি করে আসছিল বলে জানা যায়।