দৈনিক তালাশ.কমঃ উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোনারগাঁয়ে তিনদিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ- ৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সোনারগাঁ আ.লীগের সভাপতি এড.সামসুল ইসলাম ভুইঁয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম সুমন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম সামসু প্রমুখ।
জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগ ও ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উপর ১৩টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহন করে।