দৈনিক তালাশ.কমঃ ১৯ (সেপ্টেম্বর) রোজ মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে ৫-টার দিকে।
সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল নিরীহ আক্কাসের,নিথর দেহ পড়েছিল রাস্তার উপর।
তার স্বজনরা জানান।
প্রতিদিনের ন্যায় সবজি বিক্রেতা আক্কাস শিকদার যাত্রাবাড়ির আরধ থেকে সবজি কেনার উদ্দেশ্যে বাসা থেকে ভোর সকালে বের হয়।
বাসায় ফেরা হলোনা সবজি বিক্রেতা আক্কাস শিকদারের।
নিহত আক্কাস শিকদার বরগুনা জেলার আমতলী থানার হাটদান চুনাখালি এলাকার স্থায়ী বাসিন্দা। মৃত আক্কাস আলী তালতলা ক্লাব এলাকার মোতালেবের বাড়ির ভাড়াটে- স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে নিয়ে ভাড়া থাকতেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়া হবে।