দৈনিক তালাশ.কমঃ গত ১৮/০৯/২০২৩/ ইং তারিখে পরিদর্শক জনাব বেলায়েত হোসেন মহোদয়ের নেতৃত্বে গঠিত একটি রেডিং টিম নিয়ে বিজয়নগর থানাধীন কাশিনগর এলাকাস্থ আসামি মোহাম্মদ পিছন আলীর পশ্চিম ভিডির পূর্ব দুয়ারী এক কক্ষ বিশিষ্ট বসত করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২(বার)বোতল এসকাফ সহ আসামি ১/মোঃ পিছন আলী আকাশ ভান্ডারী (৪৮) গ্রেফতার, পিতা- মৃত সিদ্দিকুর রহমান, পিতা- মৃত রহমান প্রকাশ বুলু মিয়া, মাতা- মৃত এমরাজের নেশা, সাং- কাশিনগর উত্তর পাড়া, পোস্ট- সিঙ্গার বিল, থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার পূর্বক বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা রজু করা হয়।