দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় জেনাদরেটর রুমে পাইপ বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- ফতুল্লার নরসিংপুর এলাকার হারুনের ছেলে হায়দার (২৭) ও ভোলাইলের গেদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিনের ছেলে মিলন (২৩)
তাদের রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন স্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জেলা সদরের ফতুল্লা থানাধিন কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় জার্জিজ কম্পোজিট নীট ইন্ডাষ্ট্রিজ লি: কারখানায় এ ঘটনা ঘটে।
পরে দগ্ধ দুই শ্রমিককে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী জার্জিজ ডাইং কারখানায় কর্মরত শ্রমিক সাগর জানান, হায়দার ও মিলনের সাথে তিনিও ওই কারখানায় কাজ করছিলেন। হঠাৎ জেনারেটর রুমে পাইপ বিস্ফোরণ হলে হায়দার ও মিলন দগ্ধ হয়।
পরে কারখানা কর্তৃপক্ষ তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। দগ্ধদের মধ্যে হায়দারের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তবে মিলনের শরীরের পিঠের কিছু অংশ পুঁড়লেও সে আশংকামুক্ত।
বিস্ফোরণের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া ফায়ার স্টেশন ও ফতুল্লা ফায়ার স্টেশনের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে যান। তবে তারা কোন আগুন দেখতে পান নি।
নারায়ণগঞ্জ ফায়ার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক মো. ফখর উদ্দিন বলেন, ডাইং কারখানায় বিস্ফোরণের খবর পেয়ে আমাদের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে যায়।
কারখানাটির জেনারেটর রুমের গরম বাতাস বাইরে বের হওয়ার জন্য ব্যবহৃত পাইপ লাইন থেকে বিস্ফোরণ হয়েছে বলে আমরা ধারণা করছি।
তবে আমাদের টীম সেখানে যাওয়ার আগে কারখানার লোকজন নিজেরাই আগুন নিভিয়ে ফেলে। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে বলে তারা আমাদের জানিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম খান বলেন, এ ধরণের কোন খবর আমাদের জানা নেই। কেউ আমাদের অবগত করেনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আমরা খোঁজ নিচ্ছি।