কুমিল্লায় কোতয়ালী মডেল থানা কর্তৃক ২০ কেজি গাঁজা উদ্ধারসহ ১জন আসামী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ আজ ১৭/০৯/২০২৩খ্রিঃ তারিখ ০৩.২৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতয়ালী মডেল থানাধীন ১৫নং ওয়ার্ডস্থ কাটাবিল সাকিনের আসামী রাকিব হাসান প্র: আসিফ এর বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচ হতে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী ১। মো: রাকিব হাসান প্র: আসিফ(২৩), পিতা-শাহজাহান মিয়া ,স্থায়ী: গ্রাম- কাটাবিল (সরদার বাড়ী) , উপজেলা/থানা- কোতয়ালী মডেল, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর সংগীয় অপর ০২জন আসামী ১। মোঃ আবু হানিফ ৥ অপু(৩৪), পিতা-শাহজাহান মিয়া, গ্রাম- কাটাবিল (সরদার বাড়ী) , উপজেলা/থানা- কোতয়ালী মডেল, জেলা -কুমিল্লা। ২। মোঃ শরীফ মিয়া(৪২), পিতা- শাহজাহান মিয়া , গ্রাম- কাটাবিল(সরদার বাড়ী), উপজেলা/থানা- কোতয়ালী মডেল, জেলা –কুমিল্লাদ্বয় পালিয়ে যায়।

উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৬৮, তারিখ- ১৭/০৯/২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

উল্লেখ্য যে ১নং আসামী রাকিব এর বিরুদ্ধে পূর্বের ০৩টি মামলা, ২নং হানিফ এর বিরুদ্ধে পূর্বের ১১টি মামলা এবং ৩নং আসামী শরীফ মিয়া এর বিরুদ্ধে পূর্বের ০৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *