কালিহাতীর সাকরাইল জামে মসজিদ পুনঃনির্মণে বিশাল ছাদ ঢালাই উদ্বোধন

দৈনিক তালাশ.কমঃ গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন ৫নং বাংড়া ইউনিয়নে সাকরাইল গ্রামে সাকরাইল জামে মসজিদ পুনঃনির্মণে ১২৫’×১৪৬•৫’ ছাদ ঢালাই উদ্বোধন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাকরাইল মসজিদ পরিচালনা কমিটি ও গ্রাম ও এলাকাবাসী এ-উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় দোয়া পরিচালনা করেন ইছাপুর গোরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ৫নং বাংড়া ইউপি চেয়ারম্যান ও বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি, বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতালেব হোসেন, সাকরাইল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোকদম আলী (মাষ্টার), সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, ক্যাশিয়ার আতাউর রহমান, সাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোঃ মাহমুদুল হাসান সাকরাইল গ্রামের আশেপাশের সম্মানিত ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী সাকরাইলের বৃহৎ গ্রামবাসী এক সমাজে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করেছেন। সমাজের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় মসজিদে জায়গার সংকট দেখা দেয়। ফলে ২০২১ সালের ৫ ডিসেম্বর
গ্রামের প্রাচীন মসজিদ ভেঙে গ্রামবাসীর উদ্যোগে ও সকলের সার্বিক সহযোগিতায় তিনতলা ফাউন্ডেশনে দীর্ঘ একশত পঁচিশ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ছেচল্লিশ ফুট প্রস্থের বিশাল মসজিদ নির্মাণ কাজ শুরু করেন। সাকরাইল জামে মসজিদ পূর্নাঙ্গ নির্মাণ কাজ শেষ করতে পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

দুপুরে গ্রামবাসীর যৌথ আয়োজনে গ্রামের সকল জনসাধারণ মধ্যাহ্নভোজ গ্রহণ করেন।
আরো উল্লেখ্য, আল্লাহর ঘর আল্লাহই নির্মাণ করবেন, এরমধ্যে যাদের নছিব ভালো, যাদের দান আল্লাহ্ কবুল করেছেন, শুধুমাত্র তারাই নির্মাণ কাজ দান করেছেন বা করবেন। হে আল্লাহ আমাদের সকল মোমিন মুসলমানদের দান কবুল কর, মসজিদ নির্মাণে শরিক হওয়ার তাওফিক দান কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *