দৈনিক তালাশ.কমঃ কনস্টেবল ২১০৩ মো: সাফায়েত হোসেন গত ২০১৯ সাল হতে অপরাধ শাখা, ঢাকা জেলায় কর্মরত থাকাকালীন অপরাধ শাখার দাপ্তরিক কার্যাবলীর মধ্যে বিভিন্ন ইউনিটে মাসিক তথ্য প্রেরণ, মাসিক অপরাধ সভায় উপস্থাপনের জন্য যাবতীয় কার্যাবলীসহ অন্যান্য দাপ্তরিক কার্যাবলী সুষ্ঠু এবং সঠিকভাবে সম্পাদন করায় ও তার শুদ্ধাচার চর্চার কারণে ঢাকা জেলা কমিটি হতে তার নাম মনোয়ন করা হয় এবং গত ১৩.০৯.২০২৩ খ্রি.বিকাল ৩.০০ ঘটিকার সময় পুলিশ হেকোয়ার্টার্স এ উপস্থিত হয়ে মাননীয় আইজিপি মহোদয় জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম এর নিকট হতে ২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরুস্কার গ্রহণ করেন।