দৈনিক তালাশ.কমঃ জামালপুর জেলা প্রতিনিধিঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহন উপলক্ষে জাতীয় পার্টি জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন জাতীয় পার্টির সাবেক এমপি মামুনুর রশীদ জোয়ার্দার।
গত শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌরসভার সাতপোয়া এলাকায় সাবেক এমপি মামুনুর রশীদ জোয়ার্দারের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহাদান ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান মাষ্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মামুনুর রশীদ জোয়ার্দার।
এ-সময় উপস্থিত ছিলেন, আওনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডাঃ মোঃ নজরুল ইসলাম, ডোয়াইল ইউনিয়ন জাতীয় পার্টির
সভাপতি মোহাম্মদ হানিফ খাঁ, তিতপল্লা
ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ডঃ শফিকুল ইসলাম,উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আসাদুজ্জামান, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য রাইসুল ইসলাম তনু, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কামরুল হাসান রুবেল, কামরাবাদ ইউনিয়ন যুব সংহতির সাধারণ সম্পাদক সোনা মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা বলেন, জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। জাতীয় পার্টি সর্বদাই নির্বাচন মুখি দল। গণতন্ত্র রক্ষা ও সমুন্নত রাখতে জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর -৪ সরিষাবাড়ি আসনে মামুনুর রশীদ জোয়ার্দারকে দল নমিনেশন দিলে বিপুল ভোটে জয়লাভ করবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি।