দৈনিক তালাশ.কমঃবাজারে গোল আলু ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। অথচ এই আলু যখন কৃষকের হাতে ছিলো তখন ৮টাকা বা ১০ টাকার বেশি দাম পায়নি কেউ।
কোল্ড স্টোরে রাখা আলুর দাম প্রতিদিন বাড়াচ্ছে মজুতদার নামধারী মধ্য স্বত্বভোগীরা। বাজার মনিটরিং এর দায়িত্বে থাকা সরকারের কেউ কি জানতে চেয়েছেন, ৮ টাকা কেনা আলু কেন ৪৫ টাকা বিক্রি হচ্ছে? নাকি শুধু সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েই আপনাদের দায়িত্ব শেষ?