দৈনিক তালাশ.কমঃ অদ্য ১৭/০০৯/২০২৩ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং পরবর্তীতে কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম মহোদয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি মহোদয়।
দিবসটি উপলক্ষে এবারের স্লোগান ছিল “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার”
এসময় দিবসটি উপলক্ষে উপস্থিত অতিথিগণ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, সম্মানিত জেলা প্রশাসক যশোর মহোদয়।