আগ্নেয়াস্ত্র, গুলি, বার্মিজ চাকু ও ইয়াবাসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার-১

দৈনিক তালাশ.কমঃঘটনা ও গ্রেফতারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি, একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হক, এএসআই শফিউল ইসলামগণের সমন্বয়ে একটা চৌকস টিম ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:৩০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আশ্রম মোড়স্থ জনৈক ডাঃ আব্দুর রহমান এর বসতবাড়ীর সামনে পাকাঁ রাস্তার উপর হতে অস্ত্রধারী সন্ত্রাসী আশরাফুল আলম @ বিপুল (২৩)’কে ০১টা সচল ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি, ০১টা বার্মিজ চাকু ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য অনুমান ৭৫,০০০/= টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী দীর্ঘদিন যাবত কোতয়ালী মডেল থানা এলাকাসহ আশপাশ এলাকায় অস্ত্র ও মাদক বিক্রয় করে আসছে।
অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। যাহা-
(১) কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৭, তাং- ১৫/০৯/২৩ খ্রিঃ, ধারা- দ্যা আর্মস্ এ্যাক্টস্,1878 এর 19(A)/19(F).
(২) কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৮, তাং- ১৫/০৯/২৩ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)।

আসামীর তথ্যঃ
১। আশরাফুল আলম @ বিপুল (২৩), পিতা- আক্তারুজ্জামান, সাং- আশ্রমরোড, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
(১) ০১ টা সচল ওয়ান শুটারগান।
(২) ১০ রাউন্ড গুলি।
(৩) ০১ টা বার্মিজ চাকু।
(৪) ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *