দৈনিক তালাশ.কমঃ অদ্য ১৪/০৯/২৩ইং তারিখ ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া তদন্ত কেন্দ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ধৃত আসামী আবুল কালাম বাচ্চু (৪১), পিতা-মোঃ রবিউল হক, মাতা-মৃত নুর জাহান বেগম, সাং-পশ্চিম ফাজিলপুর ( আজিম ব্যাপারীর বাড়ী ), ইউপি-১২ নং ফাজিলপুর, থানা ও জেলা-ফেনী, মোবাঃ ০১৮৮০-৭২৪১১৮ এর হেফাজত হইতে ৪৫২ (চার শত বায়ান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট ইং ১৪/০৯/২০২৩ তারিখ রাত ২০:২৫ ঘটিকার সময় ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া তদন্ত কেন্দ্র এলাকার ফাজিলপুর ইউপি ৭ নং ওয়ার্ডের ওয়ালিয়া মাদ্রাসা সংলগ্ন মধুমতি বেকারির স্টাফ কোয়ার্টার এর রুমের ভিতর ধৃত আসামি আবুল কালাম বাচ্চু এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক এসআই/সৌরজিত বড়ুয়া জব্দ করেন। উক্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।