দৈনিক তালাশ.কমঃ গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল নারায়নগঞ্জ- শেখ বিল্লাল হোসেন এবং অফিসার ইনচার্জ সোনারগাঁ থানা মাহাবুব আলমের নেতৃত্বে অভিযানিক দল জানতে পারে যে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক চক্র ঢাকা যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি মেঘনা নিউটাউন এলাকায় ওঁত পেতে থাকে। অদ্য ১৪/০৯/২০২৩ তারিখ সকাল ০৭ঃ ০৫ ঘটিকায় সোনারগা থানাধীন পিরোজপুর ইউনিয়নের নিউটাউন সাকিস্থ পুলিশ চেকপোষ্ট সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেনে মহাসড়কের উপর থেকে ১০,০০০(দশ হাজার) পিচ ইয়াবা সহ ১) ড্রাইভার মোহাম্মদ রুবেল বিশ্বাস(২৮), পিতা মোঃ এনায়েত বিশ্বাস ওরফ লেবু বিশ্বাস, গ্রাম কাশিয়ানী দক্ষিণপাড়া , থানা কাশিয়ানী, জেলা গোপালগঞ্জ
২) হেলপার মোহাম্মদ নাজমুল ওরফে সুজন হোসেন (১৯), পিতা মোহাম্মদ লতিফ গ্রাম বুরুলিয়া, থানা শ্যামনগর, জেলা সাতক্ষীরা নামক দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে। ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।