সিদ্ধিরগঞ্জ থেকে ২৩ লক্ষাধিক টাকা মূল্যের ৭৮ কেজি গাঁজা ১জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০;প্রাইভেট কার জব্দ

দৈনিক তালাশ.কমঃ (১৪ সেপ্টেম্বর) রোজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ০২-টায়।

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আনুমানিক ২৩,৫৫,০০০/- (তেইশ লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা মূল্যের ৭৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আলমগীর হোসেন (৩৫), পিতা-আঃ কুদ্দুস, সাং-বড় রান্দেরপুর, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী বলে জানা যায়। এসময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার জব্দ ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *