দৈনিক তালাশ.কমঃ বরগুনার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুস সালাম মহোদয়ের নির্দেশে বরগুনা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম সঙ্গীও অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ০৫ (পাঁচ) কেজি গাজা ও ১০২০ (এক হাজার বিশ পিচ) ইয়াবা সহ হত্যা মামলার আসামি ও মাদকসম্রাট সোহাগ পিতা- মোতালেব, সাং- বুড়ির খাল, থানা ও জেলা বরগুনাকে ১৪/০৯/২০২৩ তারিখ রাত্র ২১.৩০ ঘটিকার সময় গ্রেপ্তার করা হয়।