নওগাঁর সাপাহারে”পূনর্ভবা”নদী ভাঙ্গনে ৫শ’পরিবার হুমকীর মুখে দেখার কেউ নেই

দৈনিক তালাশ.কমঃ নওগাঁ প্রতিনিধি:নওগাঁর সাপাহার উপজেলাধীন ভারতীয় সীমান্তবর্তী পাতাড়ী ইউনিয়ন এর উপর দিয়ে প্রবাহমান পুনর্ভবা নদীতে ভাঙ্গনের সৃষ্টি হওয়ায় নদীর কিনারে বসবাসকারী বলদিয়াঘাট গ্রামের প্রায় ৫শ’ পরিবার এখন হুমকীর মুখে।

এই অবস্থা থেকে মুক্তি পেতে দ্রুত সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারগুলো।
স্থানিয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর দেয়া তথ্য মতে সরেজমিনে মঙ্গলবার পুনর্ভবা নদী এলাকায় গিয়ে দেখা যায় বলদিয়াঘাটের ব্রীজের উত্তর দিকে নদীর পশ্চীম পাড়ে ভাঙ্গনের সৃষ্টি হয় এতে প্রায় ৫শ মিটার এলাকা ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে গেছে ইতি মধ্যেই। বর্তমানে ঐ এলাকা জুড়ে বসবাসকারী প্রায় ৫শ’ পরিবার তাদের পরিবার পরিজনদের নিয়ে হতাশা ও আতংক গ্রস্থ অবস্থায় বসবাস করতে দেখা যায়। স্থানিয় আঃ হাকিম বলেন, নদীর পানি কমতে শুরু করায় হঠাৎ করে নদী ভাঙ্গন শুরু হয়। প্রায় শত বছর ধরে নদী পাড়ে আমার পূর্ব পুরুষ সহ আমরা বসবাস করে আসলেও অতীতে এধরণের ভাঙ্গন আমরা দেখিনি। হঠাৎ করে এবারে নদী ভাঙ্গন শুরু হওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি। ভাঙ্গনের তীব্রতা এত বেশী যে আর এক দফা ভাঙ্গন শুরু হলেই পুনর্ভবা নদী পাড়ে বসবাসকারী বলদিয়াঘাট গ্রামের প্রায় ৫শ’ বসতবাড়ী নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। নদী পাড়ে বসবাসকারী মোখলেছুর রহমান, ইয়ামীন আলী ও পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, যে বলদিয়া ঘাট ব্রীজের উত্তর পাশের নদীর পশ্চিম পাড়ে প্রায় সাড়ে পাঁচশ’ মিটার এলাকা ভাঙ্গনের ফলে প্রায় ৫শতাধিক পরিবার এখন হুমকীর মুখে। তবে আমরা বলদিয়াঘাট ব্রীজের দক্ষিন দিকের ভাঙ্গন ঠেকাতে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডে আবেদন করলে ঐ ভাঙ্গন রোধে নদী থেকে বালু উত্তোলন করে ডাম্পিং ও স্লিপিং এর জন্য পানি উন্নয় বোর্ড থেকে প্রায় ৩ হাজার জিও ব্যাগ বরাদ্দ পেয়েছি। অচিরেই সে এলাকায় ভাঙ্গন রোধে কার্যক্রম শুরু করা হবে। কিন্তু হঠাৎ করে ব্রীজের উত্তর দিকে নদী ভাঙ্গন শুরু হওয়ায় সকলেই এখন চরম আতংকের মধ্যে রয়েছে। এসময় আরো বলেন, ভাঙ্গন রোধে ইতোমধ্যেই চেয়ারম্যান বলদিয়াঘাট এলাকাবাসীদের সাথে নিয়ে সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ে আবেদন পত্র দাখিল করেছেন। বর্তমানে চেয়াম্যান ও গ্রামবাসী জরুরী ভিত্তিতে বলদিয়াঘাট এলাকায় পুনর্ভবা নদী ভাঙ্গন রোধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছি।

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *