যারা বে‌শি সাফ‌লতা ক‌রে তার সমা‌লোচনা বে‌শি হয়,সালমা ওসমান লি‌পি

দৈনিক তালাশ.কমঃ শিক্ষার্থী‌দের উ‌দ্দেশ্য ক‌রে জাতীয় ম‌হিলা সংস্থার জেলার চেয়ারম্যান সালমা ওসমান লি‌পি ব‌লেন, য‌দি কা‌রো ভুল দে‌খ তা‌কে বিনয়ীর সা‌থে বল‌বে সু‌দ্রে নি‌তে, ভু্লটা দর‌বে কম ভা‌লো কাজ খোজঁ‌বে বে‌শি। কাউ‌কে কখ‌নো ক্রি‌টি সাইজ করবে না।

যারা বে‌শি সাফ‌লতা ক‌রে তার সমা‌লোচনা বে‌শি হয় । ১৯৭৫ এর প‌রে যারা জন্ম হ‌য়ে‌ছে তা‌রা য‌দি স‌ঠিক তথ্য জান‌তো তাহ‌লে আর কোন দ‌লের জন্ম হ‌তো না। সরকা‌রের উন্নয়‌নের সুফল সবাই উপ‌ভোগ কর‌ছে। কিন্তু মানুষ পোড়া‌নো কা‌জে অ‌নে‌কে লিপ্ত। কেউ মারা গে‌লে আওয়ামী লীগ বিএন‌পি মারা যায় না মারা যায় একজন মানুষ। প‌রিক্ষার নাম্বার জরুরী না শিক্ষাটা জরুর‌ী। হাজী সামছুর নাহার আই‌ডিয়াল স্কুল এর বা‌র্ষিক ক্রীড়া ও সাংস্কৃ‌তিক প্র‌তি‌যো‌গিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

মঙ্গলবার (১২ সে‌প্টেম্বর) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশ‌নের ১৮ নং ওয়ার্ডের হাজী সামছুর নাহার আই‌ডিয়াল স্কুল প্রাঙ্গ‌নে এ পুরস্কার বিতরনী অনু‌ষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

এসময় তি‌নি আ‌রো ব‌লেন, মুখস্ত বিদ্যা দি‌য়ে আর একা‌ডে‌মিক সার্টিফি‌কেট দি‌য়ে গুন ভা‌রে না। শিক্ষার জ্ঞান দি‌য়ে তু‌মি চিন্তা কর‌লে তোমরা এক‌দিন উপ‌রে পৌছা‌বে। তোমরা যে তোম‌া‌দের জেলার দা‌য়িত্ব নি‌বে না কেউ জোর গালায় বল‌তে পার‌বে না। ‌তোম‌াদের চলার প‌থে অ‌নেক প্র‌তিবন্ধকতা‌ আস‌বে তা পার কর‌তে হ‌বে।ধমে যেও না তোমরা । নারায়ণগঞ্জ-৫ আস‌নের সংসদ সদস্য যি‌নি তি‌নি অ‌নেক ভা‌লো মানুষ আ‌মি তা‌কে ব্যক্তিগত ভা‌বে চি‌নি তা‌বে বাবার ম‌তো শ্রদ্ধা ক‌রি। তার জন্য সক‌লে দোয়া কর‌বেন। যারা উন্নয়‌নের বিরু‌দ্ধে যায় দে‌শের বিরু‌দ্ধে যায় তা‌দের বিরু‌দ্ধে গি‌য়ে এ‌গি‌য়ে নি‌য়ে যা‌বে দেশ‌কে। প্রধানমন্ত্রী আমা‌দের হাত ধ‌রে দেশ‌কে এ‌গি‌য়ে নি‌য়ে যা‌চ্ছে তার হাত‌কে আমরা ছাড়‌বোনা। সবাই সাম‌নে নির্বাচন সে‌লিম ওসমান ও শামীম ওসমা‌নের জন্য দোয়া কর‌বেন। আর মা বা‌বা‌কে বল‌বে আমা‌দের জিততে হ‌বে ।

এসময় হাজী সামছুর নাহার আই‌ডিয়াল স্কুলের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি ফয়েজ উ‌দ্দিন লাভলুর সভাপ‌তি‌ত্বে আ‌রোও উপ‌স্থিত ছি‌লেন, নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশ‌নের ১৮ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর কামরুল হাসান মুন্না, হাজী সামছুর নাহার আই‌ডিয়াল স্কুলের প্র‌তিষ্ঠাতা আলমাছ আলী সহ স্কু‌লের প্রধান শিক্ষক,শিক্ষিকাও এলাকার গন্যমান্য ব্য‌ক্তিবর্গ।

এর পর বিজয়ী শিক্ষার্থী‌দের মা‌ঝে পুরস্কার তু‌লে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *