দৈনিক তালাশ.কমঃ র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃ ভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
২। এরই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকালে র্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন মুকসুদপুর কলেজ মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কের উত্তর পার্শ্বে নড়াইল এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে দুইজন মাদক কারবারী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি মুকসুদপুর কলেজ মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন নড়াইল এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করিলে আসামীরা র্যাবের উপস্থিতি বুজতে পেরে সু-কৌশলে পালানোর চেষ্টা করে। আভিযানিক দলটি অত্যন্ত সতর্কতার সাথে আসামী (১)জাকির খালাসী (৩৫),পিতা-তৈয়ব আলী খালাসী,(২)ওলিউল্লাহ মল্লিক (২৫),পিতা-মোঃ জাবেদ আলী মল্লিক,উভয়ই থানা-ভাংগা,জেলা-ফরিদপুরদ্বয়কে উক্ত স্থান হতে আটক করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীদের নিকট হতে ১৭৫০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
৩ । জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে মুকসুদপুর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।