বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস

দৈনিক তালাশ.কমঃ আয়রনম্যান প্রতিযোগিতা ১ দিনের স্পোর্টিং ইভেন্টগুলোর মধ্যে কঠিনতম প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এই প্রতিযোগিতায় ১ জন প্রতিযোগিকে ৩.৮ কিমি সাঁতার শেষ করে, ১৮০ কিমি সাইকেল চালাতে হয় এবং এরপর ৪২.২ কিমি ম্যারাথনে অংশগ্রহণ করতে হয়। এই তিনটা ডিসিপ্লিনে সর্বোমোট ২২৬.৩ কিমি দূরত্ব বিরতিহীনভাবে কেউ ১৭ ঘন্টার মধ্যে শেষ করতে পারলে তাকে আয়রনম্যান মেডেল দেয়া হয়। সারা বছর বিশ্বের ৬০ টি দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ইভেন্ট গুলোতে অ্যাথলেটসদের পারফরম্যান্স এর উপর ভিত্তি করে সেরা অ্যাথলেটসদের বাছাই করে নিয়ে অনুষ্ঠিত হয় আয়রনময়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপ। গত ১০ সেপ্টেম্বর ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩। ৯৩ টি দেশ থেকে ২২০০ প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন এডিসি মিশু বিশ্বাস সহ আরো ৪ জন।

মিশু বিশ্বাস, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগে কর্মরত আছেন। তিনি গতকাল ফ্রান্সে অনুষ্ঠিত আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপে কৃতিত্বের সাথে ২২৬.৩ কিমি দূরত্ব মাত্র ১৩ ঘন্টা ৪১ মিনিটে সম্পন্ন করেন। তিনি ৩.৮ কিমি সাঁতার শেষ করতে সময় নিয়েছেন ১ঘন্টা ৩৩ মিনিট, ১৮০.২ কিমি সাইকেল শেষ করেছেন ৮ ঘন্টা ০২ মিনিট এবং ৪২.২ কিমি ম্যারাথন শেষ করেছেন মাত্র ৩ ঘন্টা ৪৯ মিনিটে। তিনিই প্রথম সিভিল সার্ভেন্ট যিনি এই গৌরব অর্জন করেছেন। এছাড়া অন্য তিনজন প্রতিযোগি শামসুজ্জামান আরাফাত, আরিফুর রহমান বেলাল ও শুভ দে সফলভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন করেন।

ইতোপূর্বে মিশু বিশ্বাস গত মে মাসে ব্রাজিলে অনুষ্ঠিত আয়রনম্যান ব্রাজিল ১২ ঘন্টা ১১ মিনিটে সম্পন্ন করেন। গত বছর আয়রনম্যান মালয়েশিয়া” কৃতিত্বের সাথে ১৩ ঘন্টা ১৯ মিনিটে এবং ২০২০ সালে তুরস্কে অনুষ্ঠিত “আয়রম্যান তুরস্ক” ৭০.৩ সফলভাবে শেষ করেন ৬ ঘন্টা ৩৫ মিনিটে। তিনি ২০২০ সালে প্রথম সিভিল সার্ভেন্ট হিসেবে বাংলা চ্যানেল অতিক্রম করেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু ম্যারাথন, সিংগাপুর ও থাইল্যান্ড হাফ ম্যারাথন সহ প্রায় একাধিক হাফ-ম্যারাথনে অংশগ্রহণ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *