দৈনিক তালাশ.কমঃ জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা পুলিশ সুপার কর্তৃক বিট অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের সভাপতিত্বে জেলার বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মহোদয় পুলিশিং সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানো বিট পুলিশিংয়ের কর্মকৌশল, বিট অফিসারদের দায়িত্ব ও কর্তব্য, করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এর মাধ্যমে বিট এলাকায় নিয়মিত তথ্য সংগ্রহ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিট পুলিশিং সমাবেশ ও উঠান বৈঠক করে জনগণের সাথে নিবিড় যোগাযোগ এবং সম্পর্ক সৃষ্টি করে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা সাথে পেশাদারিত্ব বজায় রেখে বিট কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলার বিভিন্ন থানার বিট অফিসার উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান লিটন
জামালপুর জেলা প্রতিনিধি