দৈনিক তালাশ.কমঃনওগাঁ প্রতিনিধিঃনওগাঁর বদলগাছীতে গোপন সংবাদের ভিত্তিতে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রপ্তার করেছে বদলগাছী থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার বালুভরা ইউপি’র চাঁদপু গ্রামের মৃত অসিম উদ্দিনের ছেলে আঃ হামিদ (৫১) ও নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউপি’র পাইকপাড়া গ্রামের মৃত আলীম চৌধুরীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান এর নেতৃত্বে এসআই নিহার চন্দ্র সঙ্গীয় ফোর্স ৯ সেপ্টেম্বর (শনিবার) রাত পৌনে ১১ টায় বদলগাছী মহিলা কলেজের উত্তর পার্শ্বে পিন্ডিরা গ্রামে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ উক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের নিকট থেকে HF Deluxe ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা।
ওসি মুহা. আতিয়ার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ।