জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা/২৩ এর,ক,ডি,বি,ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

দৈনিক তালাশ.কমঃমোঃ আদম আলী,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলায় ডি বি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫০ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ক জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর রবিবার ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মোমিনুর রহমান মুকুল, ধুলিহর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা), ডিবি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু, সুকুমার সরকার, রমেশ চন্দ্র সরদার, ডা. মো. জিয়াউর রহমান, হযরত আবুবকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মাও. হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান প্রমুখ।

সাতক্ষীরা সদর উপজেলায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ক জোনের ফাইনাল খেলায়
অংশ গ্রহণ করে স্বাগতিক ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এবং হযরত আবুবক্কর (রা.) ইসলামিয়া কামিল মাদরাসা। খেলায় ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, হযরত আবু বক্কর (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার মধ্যকার খেলায় নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে আশিকুজ্জামানের একমাত্র গোলে জয়ের লক্ষ্যে পৌছে যায় ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় । ফলে ১-০ গোলে ডি বি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ কমিশনার সহকারী শিক্ষক মনোরঞ্জন মন্ডল ও হাবিবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ফাইনাল খেলায় রেফারি ছিলেন কনক মাঝি, সহকারী রেফারি কবিরুল ইসলাম ও শরিফুল ইসলাম। সেচ্ছাসেবি সংগঠন মা ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতায় চ্যাম্পিয়ন, রানার্সআপ, ম্যাচ কমিশনার ও খেলা পরিচালনায় দায়িত্বে থাকা সকলকে সম্মানিত করে পুরস্কার প্রদান করা হয়। ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ হাজার হাজার ফুটবল প্রেমিদের উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *