চরভদ্রাসনে মৌলভীর চর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দৈনিক তালাশ.কমঃ ফরিদপুর জেলা প্রতিনিধি-ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মৌলভীর চর উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে মৌলভীর চর ফুটবল টুর্নামেন্ট -২০২৩ খ্রি.এর

ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। পার্শ্ববর্তী সদরপুর উপজেলার দুটি দল, ভাসানচর ফুটবল একাদশ ও চন্দ্রপাড়া ফুটবল একাদশ এ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন,। এ ফাইনাল খেলায় ভাসান চর ফুটবল একাদশ ৩-১ গোলে চন্দ্রপাড়া ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন। উপজেলার মৌলভীরচর স্পোর্টিং ক্লাব এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন বলে জানা যায়।
এ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন),।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো:মেহেদী মোরশেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃকাউসার, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, বদরুজ্জামান মৃধা, মোঃইয়াকুব আলী , জাহাঙ্গীর কবির বেপারী ও সমাজ সেবক আনোয়ার আলী মোল্লা প্রমুখ।খেলার সভাপতিত্ব করেন মৌলভীর চর স্পোর্টিং ক্লাবের সভাপতি কামরুল হাসান ফিরোজ।
জানা যায়, গত ৫ সেপ্টেম্বর থেকে ওই মাঠে এ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়। এ ফুটবল টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নেয়। এ টুর্নামেন্টের ফাইনালে ভাষান চর ফুটবল একাদশ ও চন্দ্রপাড়া ফুটবল একাদশের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা হয়।
খেলার প্রথম মার্ধে চন্দ্রপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে এগিয়ে থাকে। কিন্তু খেলার দ্বিতী য়র্ধে ভাসান চর ফুটবল একাদশ পর পর তিনটি গোল করে চন্দ্রপাড়া ফুটবল একাদশ কে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন। ফাইনাল খেলায় রেফারিং এর দায়িত্ব পালন করেন মোঃসাইম হোসেন। সহকারী রেফারিং হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল হাসান সৈকত ও হাসিবুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *