দৈনিক তালাশ.কমঃআজ ০৬/০৯/২০২৩খ্রি তারিখ জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা কর্মরত এসআই(নিঃ)/দিবাকর রায়, এএসআই/সজীব বড়ুয়া, এএসআই/ফুরকান ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে ০৬/০৯/২৩খ্রিঃ তারিখ সকাল ০৭:৪৫ ঘটিকায় ব্রাক্ষণপাড়া মিরপুর সাকিনস্থ কুমিল্লা-টু-সিলেট গামী পুরাতন মহাসড়কে কুমিল্লামুখি সড়কের মুসলিম মিস্টান্ন নামক দোকানের সামনে রাস্তার উপর পৌছালে ঢাকা মেট্রো-ন-৪৫-২২৭০ রেজিঃ নাম্বারের পিকআপ গাড়ী আসতে দেখে সংকেত থামানোর জন্য সংকেত দিলে চালক আসামী ১। আশিকুর রহমান (২০), পিতা-জামাল উদ্দিন, মাতা-শাহানা বেগম, গ্রাম-বাখরনগর (কাশিপুকুর পাড়) ও চালকের পাশের সিটে বসা অবস্থায় অপর আসামী ২। মোঃ শরীফ (২২), পিতা-মোঃ শাহ আলম, মাতা-ফাতেমা বেগম, গ্রাম-বাখরনগর (কাশি পুকুর পাড়), উভয় থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামী ১। আশিকুর রহমান (২০), ২। মোঃ শরীফ (২২)দ্বয়ের বহনকৃত ঢাকা মেট্রো-ন-৪৫-২২৭০ রেজিঃ নাম্বারের পিকআপ গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে ১। কাটুনের ভিতরে রক্ষিত ২৪(চব্বিশ) বোতল OFFICER’S CHOICE WHISKY 180 ML, ২। কাটুনের ভিতরে রক্ষিত ৮৬(ছিয়াশি) বোতল McDowell’s No.1 LUXURY PREMIUM WHISKY 375ML, পেয়ে উদ্ধার পূর্বক মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ গাড়ী, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-৪৫-২২৭০, চেসিস নং-445235P5R301256, ইঞ্জিন নং-2751D105DWXS49751, পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করে।
উক্ত ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় এজাহার দায়ের করলে ব্রাহ্মণপাড়া থানার মামলা নং- ১০ , তারিখ-০৬/০৯/২৩, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(খ) রুজু করা হয়।