সাতক্ষীরা সরকারি কলেজের ৬তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

দৈনিক তালাশ.কমঃ আদম আলী সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজ,সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের ৬তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী।

এ সময় প্রধান বিচারপতি স্মৃতিচারণ করে বলেন,
প্রধান বিচারপতি একদিনে হইনি, এর পেছনে অনেকের অবদান রয়েছে। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকদের। বাবা-মা আমাদের জন্ম দিয়েছেন তবে শিক্ষকদের অবদান আমাদের জীবনে অনস্বীকার্য। এই প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা অমলিন হয়ে থাকবে চিরকাল।সাতক্ষীরা সরকারি কলেজের সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মীর মোস্তাক আহমেদ রবি,মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা-২,জনাব মোঃমশিউর রহমান,রেজিস্ট্রার,হাইকোর্ট বিভাগ,বাংলাদেশ সুপ্রিম কোর্ট,জনাব চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী,জেলা ও দায়রা জজ,সাতক্ষীরা,জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক, সাতক্ষীরা,জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম, পুলিশ সুপার, সাতক্ষীরা,জনাব মোঃনজরুল ইসলাম,চেয়ারম্যান,জেলা পরিষদ,সাতক্ষীরা,জনাব আমান উল্লাহ আল হাদী,অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজ,অবসরপ্রাপ্ত প্রফেসর আবু ওদুদ সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,আইনজীবীবৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *