নওগাঁসহ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়

দৈনিক তালাশ.কমঃ নওগাঁসহ সারাদেশে একযোগে সনাতন ধর্মালম্বী দের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ ০৬ সেপ্টেম্বর, ২০২৩ নওগাঁ কালিতলা মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নওগাঁ জেলা শাখার আয়োজনে এক আলোচনা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাবু প্রতাপ চন্দ্র সরকার এবং বাবু পীযূষ কান্তি সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদকদ্বয়ের সঞ্চালনায় পরিষদের সুযোগ্য সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার-এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসন (সদর) এর মাননীয় সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁর মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ গোলাম মওলা স্যার, সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বাবু মিল্টন চন্দ্র রায়, জনাব মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), নওগাঁ সদর, ঁরী শ্রীশ্রী বুড়াকালিমাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু নিরোদ বরণ সাহা চন্দনসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নওগাঁ পৌর ও জেলা শাখার এবং আওয়ামী লীগ ও অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাগণ। অনুষ্ঠানে পৌরএলাকা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন মন্দির থেকে শতশত ভক্তবৃন্দ ব্যানার ও ফেস্টুনসহ এতে অংশগ্রহণ করেন।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *