দৈনিক তালাশ.কমঃনওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার ধামুইরহাট থানা এলাকা হতে দীর্ঘ ১৩ বছর পলাতক থাকা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রায়হানকে গ্রেফতার করেছে র্যাব-০৫, জয়পুরহাট র্যাব ক্যাম্প।
সকালে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫,রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্প।সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫,রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃতে আজ বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ ১৩ বছর পলাতক থাকা জয়পুরহাট সদর থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রায়হান (৩৮),কে নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার চকচন্ডি এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ রায়হান (৩৮) জয়পুরহাট জেলার সদর থানার ধলাহার গ্রামের ওছিম উদ্দিনের ছেলে।
র্যাব আরও জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ রায়হান ও তার সহযোগী ফিরোজকে ২০১০ সালের ০৩ মার্চ জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রামে ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ জয়পুরহাট র্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গ্রেফতার করে। পরবর্তীতে র্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
রায়হান জামিন নিয়ে পলাতক থাকায় রায়হানের অনুপস্থিতিতে গত ২৯ আগস্ট ২০২৩ তারিখে জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক রায়হান ও ফিরোজকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী রায়হানকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল রায়হানকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।