দৈনিক তালাশ.কমঃগত ০৪/০৯/২০২৩ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা(ডিবি), কুমিল্লায় কর্মরত এসআই(নিঃ)/ মোঃ নাসিম উল হক ইমরান, এএসআই/সজীব বড়ুয়া ও সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানাধীন বাগরা নোয়াপাড়া সাকিনস্থ শশীদল-টু-নয়নপুরগামী সড়কে জনৈক শাহজাহান মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ০২টি বস্তা সহ আসামী ১। মোঃ স্বপন মিয়া (১৯) কে আটক করেন। তথায় আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ স্বপন মিয়া (১৯) এর হেফাজতে থাকা ০২টি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে বস্তার ভিতরে রক্ষিত প্রতিটি বস্তায় খাকী স্কচটেপ দ্বারা মোড়ানো ১৩ (তের)টি পোটলা করে সর্বমোট (১৩×২)=২৬ (ছাব্বিশ)টি পোটলা, প্রতি পোটলায় (দুই) কেজি করে সর্বমোট (২৬×২)=৫২(বায়ান্ন) কেজি গাঁজা পেয়ে উদ্ধারপূর্বক গত ০৪/০৯/২০২৩খ্রিঃ তারিখ রাত ২৩:৫৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় এজাহার দায়ের করলে ব্রাহ্মণপাড়া থানার মামলা নং- ০৬, তারিখ-০৫/০৯/২৩, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ) রুজু করা হয়।