দৈনিক তালাশ.কমঃ গত ০৩/০৯/২০২৩ খ্রিঃ তারিখ ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই(নিঃ)/ শান্তনু দেবনাথ ও সংগীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে শিদলাই বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ০২ জন ব্যক্তি সীমান্তবর্তী এলাকা হতে সিএনজি চালিত অটোরিক্সা যোগে ভারত থেকে শুল্ক কর ফাঁকি দিয়া অবৈধভাবে চোরা চালানকৃত পন্যসামগ্রী নিয়ে ব্রাহ্মণপাড়া থানধীন ০২নং শশীদল ইউপিস্থ ০২নং ওয়ার্ড বেড়াখোলা সাকিনের রাস্তা দিয়ে আসতেছে। উক্ত সংবাদপ্রাপ্ত হয়ে গত ০৩/৯/২০২৩ইং তারিখ ২২.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণপাড়া থানাধীন ০২নং শিদলাই ইউনিয়নের ০২নং ওয়ার্ডস্থ বেড়াখোলা সাকিনে হাজী মার্কেটের জনৈক মোরশেদ আলম এর মুদি দোকনের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে একটি সিএনজি চালিত অটোরিক্সা আসতে দেখে গাড়িটি থামানোর সংকেত দিলে সিএনজি চালিত অটোরিক্সায় থাকা অজ্ঞাতনামা ব্যক্তিদ্বয় অটোরিক্সাটি থামিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় এসআই(নিঃ)/ শান্তনু দেবনাথ ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আসামী মোঃ মাসুদ আলম (৪০), পিতা- মৃত আবু তাহের, মাতা- মৃত আমেনা বেগম, সাং- উত্তর ত্রিশা, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে সিএনজি চালিত অটোরিক্সাটির ভিতরে থাকা ০২টি হলুদ ও ২টি সাদা রংয়ের মোট ০৪টি প্লাস্টিকের বস্তা যার প্রতি বস্তায় ৩০টি করে হলুদ রং এর কাগঁজের প্যাকেটে মোট (৩০×৪) = ১২০ টি হলুদ প্যাকেট যার প্রতিটি প্যাকেটের ভিতর ১২টি ছোট বক্স (১২×১২০) = মোট ১৪৪০ টি ভারতীয় চকলেট বাজির বাক্স ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি সবুজ রংয়ের নাম্বার বিহীন পুরাতন সিএনজি চালিত অটোরিক্সা, যাহার ইঞ্জিন নং – TBPCF J13019742, চেসিস – MBX0004AFNJ224223 পায়ে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় এজাহার দায়ের করলে ব্রাহ্মণপাড়া থানার মামলা নং- ০৩, তাং-০৪/৯/২৩খ্রি: ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমাতা আইন এর ২৫-B রুজু করা হয়।