দৈনিক তালাশ.কমঃমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব ব্রজলাল চাকমা এর নেতৃত্বে একটি টিম রাত প্রায় ০৩ঃ০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রো কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে সাভার ইয়াবা পাচারকালে আপেল মাহমুদ প্রঃ সাব্বির (২২) কে ১,০০০ পিস ইয়াবা ও মোঃ জমিল (১৯)(রোহিঙ্গা) কে ২,৮০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়।
আসামী- (০১) আপেল মাহমুদ প্রঃ সাব্বির (২২)(গ্রেফতার), পিতাঃ খান বাহাদুর মিয়া, মাতাঃ শাহানুর বেগম, সাংঃ বাসা/হোল্ডিং ১/৯২, বাড্ডা উত্তর, বাড্ডা প্রাইমারি স্কুলের পশ্চিম পার্শ্বে, পোঃ সাভার-১৩৪০, সাভার পৌরসভা, জেলাঃ ঢাকা।
আসামী- (০২) মোঃ জমিল (১৯) (গ্রেফতার), পিতাঃ মোঃ আবুল বশর, মাতাঃ নার্গিস বেগম, সাংঃ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ক্যাম্প নং -১, শেড নং – সি ১৪, হেড মাঝি- আয়াতুল্লাহ, সাইড মাঝিঃ কোরবান আলী, ব্লক মাঝিঃ আব্দুস সালাম, এফসিএন নং- ১৫৮৭০০, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার।