দৈনিক তালাশ.কমঃ রাজশাহীর পুঠিয়ায় ১৩৬ বোতল ফেনসিডিল-সহ মোঃ কুরবান শেখ ওরফে কুরমান (২৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৪টায় পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড় নামক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ কুরবান শেখ ওরফে কুরমান, সে মহানগরীর বেলপুকুর থানাধীন আগলা (নোবেলের মোড়) গ্রামের মোঃ রেজাউল শেখের ছেলে।
শুক্রবার র্যাব-৫,এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।