দৈনিক তালাশ.কমঃ বিশেষ প্রতিনিধি: গৌরাঙ্গ বিশ্বাস ও টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিপ্লব সরকারের পাঠানো রিপোর্ট। ৩১ শে আগস্ট রোজ বৃহস্পতিবার,
ব্রহ্মচারী পাগল বাবা রাম গোপাল আশ্রমে ছয় দিন ব্যাপী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত। সকাল দশটায় পাঠ কীর্তনে অংশগ্রহণ করেন হরিমোহন পাল। পবিত্র গীতা পাঠ করেন, গোপাল চন্দ্র দাস। শ্রীমৎ ভাগবত পাঠে অংশগ্রহণ করেন পাঠক অমর চন্দ্র ধর। চৈতন্য চরিত্রা মিত থেকে পাঠে অংশগ্রহণ করেন পাগল বাবা রাম গোপাল আশ্রমের সেবাইত উৎপেন্দু কৃষ্ণ দাস। ভোজন আর অতিতে অংশগ্রহণ করেন নিমাই রাজবংশী ও তার দল কালিহাতী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাবু গোবিন্দ চন্দ্র সাহা উপদেষ্টা কালিহাতি জয় কালী মন্দির। আরো উপস্থিত ছিলেন মানিক চন্দ্র সাহা চৌধুরী সাধারণ সম্পাদক (জয় কালী মন্দির কালিহাতি) অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।