দৈনিক তালাশ.কমঃ মাদক ব্যবসা থেকে শুরু করে অবৈধ জুট সেক্টর দখল,চাঁদাবাজি সহ মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার মত গুরুতর অভিযোগ পাওয়া গেছে ফতুল্লা বটতলা রেললাইন এলাকার রাজু ওরফে পিচ্ছি রাজুর বিরুদ্ধে।
রাজু প্রধান বর্তমানে ফতুল্লা থানা যুবলীগের সভপতি মীর সোহেল আলীর একজন সক্রিয় কর্মী। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে এই রাজু প্রধানকে দেখা যায় অনেকটা ভ্যানগার্ডের মত। ফতুল্লা থানার একজন প্রভাবশালী নেতার সান্নিধ্য পাওয়ার পর থেকই বেপরোয়া হয়ে উঠেছে রাজু। প্রতিদিনই আধারে ফতল্লার বটতলায় চলে গার্মেন্টসের চোরাই মালের রমরমা ব্যবসা। জানা গেছে বটতলার ফতুল্লা ফেব্রিক্স ও ইয়াদ আলী মসজিদের ছোট বাজার সংলগ্ন আলফারা ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠান থেকে রাজু গার্মেন্টের বিভিন্ন ওয়েজটিজ মালামাল নামায়, কিন্তুু অভিযোগ পাওয়া গেছে রাজু সংশ্লিষ্ট কতৃপক্ষের কিছু অসাধু লোকজনকে মেনেজ করে নিয়ম বহির্ভূত চোরাই ব্যবসা করার। এই ব্যবসা নিয়ন্ত্রনের জন্য রাজুর রয়েছে একটি অবৈধ গোদাউন। এখান থেকেই রাজু তার সসস্ত প্রকার অবৈধ কার্যক্রম গুলো সম্পাদন করে।
এলাকাবাসী জানায় প্রতিদিন সন্ধ্যার পরেই রাজুর গোদাউনে বসে নেশার আশর চলে মাঝরাত পর্যন্ত। পোষ্টঅফিস শাহজাহান রোলিং মিল থেকে রেললাইন বটতলা পর্যন্ত আশেপাশে এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকেও নিরাপত্তার নামে টাকা আদায় করছে বলেও বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। সাম্প্রতি মীর সোহেল আলীর নামের অপব্যবহার করে রাজু শাহজাহান রোলিং মেইল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহজাহান ওরফে মাইচ্ছা শাহজাহানের সাথে সখত্যা গড়ে ওঠে রাজুর। মাদক ব্যবসার নিরাপত্তার কথা বলে শাহজাহানের কাছ থেকে সপ্তাহে ৮০০০ টাকা করে নেওয়ার মত গুরুতর অভিযোগ পাওয়া গেছে।