দৈনিক তালাশ.কমঃ নওগাঁয় পরক্রিয়া সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রী সহ এক যুবককে আটক করে রেখে দিনভর ঘটনাটি মিমাংসার চালিয়ে অবশেষে আটককৃত প্রবাসির স্ত্রী ও যুবককে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। বুধবার দুপুরে পুলিশি জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল পৌছে গ্রামবাসি কর্তৃক আটক প্রবাসীর স্ত্রী ও যুবক কে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চাকলা গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, চাকলা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আমিরুল ইসলাম তার স্ত্রী এবং দু’জন মেয়েকে বাড়িতে রেখে দীর্ঘ ৬ বছর ধরে প্রবাসে রয়েছেন। ইতি মধ্যেই তাদের বড় মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে এবং ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গ্রামবাসীর অভিযোগ, স্বামী আমিরুল ইসলাম প্রবাসে থাকার সুযোগে তার স্ত্রী (৩৫) প্রতিবেশী মোজাম্মেল হকের ছেলে ফারুক হোসেন (২৭) এর সাথে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। গ্রামবাসীরা একাধিকবার অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের দু’ জনকে আটক করলে তারা ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা করায় গ্রাম্য শালিসের মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়। কিন্তু গ্রামবাসীর চোখ ফাঁকি দিয়ে তারা নিয়মিত অনৈতিক কাজে লিপ্ত হতেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ফারুক আবারও ঐ প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ রাত্রী-যাপন করার পর সকাল সাড়ে ৬ টারদিকে গ্রামবাসীরা প্রবাসীর স্ত্রীর ঘর থেকে তাদের দু’জন কে আটক করেন। এক পর্যায়ে গ্রামে মিটিং বসিয়ে দিনভর আলোচনা শেষে সমাধান না হওয়ায় বিকেলে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে।
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।