দৈনিক তালাশ.কমঃজীবন আহম্মেদ,সোনারগাঁও সংবাদ দাতা :রাজনীতিসোনারগাঁয়ের খবরনা,রায়ণগঞ্জ জেলা যুবদলে গুরুত্বপূর্ণ পদ পেলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান,
নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্তমান আংশিক আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে তিন সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব দিয়েছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিবকে। সরকার পরিবর্তন আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে যিনি রাজপথের লড়াকু সৈনিক নামে খ্যাত।
এই কমিটিতে খায়রুল ইসলাম সজিবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে কেন্দ্রীয় যুবদলের ১ম সদস্য সাদেকুর রহমান সাদেককে আর সদস্য সচিব করা হয়েছে বর্তমান কমিটির সদস্য সচিব মশিউর রহমান রনিকে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আংশিক এই কমিটি ঘোষণা করা হয়।