দৈনিক তালাশ.কমঃকুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক কক্সবাজার জেলার রামুক্রসিং হাইওয়ে থানার একটি টিম অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন জোয়ারিয়ানালা ইউপি চা বাগানস্থ কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের উপর স্কুল ব্যাগ নিয়ে দাড়িয়ে থাকা আসামী মোঃ ফেরদৌস (২১) এর নিকট হতে ২০০০ পিস ইয়াবা আটক করে। আটককৃত আসামী মোঃ ফেরদৌস (২১) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পূর্ব সাতঘড়িয়া পাড়া গ্রামের বাসিন্দা সামছুল আলম
এর পুত্র।
বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের রামুক্রসিং হাইওয়ে থানাধীন কক্সবাজার – চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা কালে মহাসড়কের উপর স্কুল ব্যাগ নিয়ে দাড়িয়ে থাকা আসামী মোঃ ফেরদৌস (২১) এর নিকট হতে ২০০০ পিস ইয়াবা আটক করা হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা রিজিয়নের কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউপি চা বাগানস্থ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়ক এলাকায় গোপন সংবাদের ভিওিতে রামুক্রসিং হাইওয়ে থানার এসআই/আজহারুল ইসলামের নের্তৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউপি চা বাগানস্থ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের উপর স্কুল ব্যাগ নিয়ে দাড়িয়ে থাকা আসামী মোঃ ফেরদৌস (২১), পিং সামছুল আলম, সাং পূর্ব সাতঘড়িয়া পাড়া, থানা, টেকনাফ, জেলাঃ কক্সবাজারকে আটকদসহ তার কাছে থাকা উক্ত ব্যাগের ভিতর বিশেষ কায়দায় লুকানো হতে ২০০০ (দুই হাজার) পিচ ইয়াবা সিজার লিস্ট মূলে উদ্ধার করা হয়। উদ্ধার কৃত ইয়াবার মূল্য অনুমান ৬০০০০০ (ছয় লক্ষ) টাকা। আটককৃত আসামী মোঃ ফেরদৌস (২১) এর বিরুদ্ধে কক্সবাজার জেলার রামু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।