দৈনিক তালাশ.কমঃ গত ১৪/০৮/২০২৩ ইং গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাধীন ৯ নং হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা বাজারে সকাল অনুমান ১১ ঘটিকায় প্রকাশ্যে জন সম্মুখে ব্যাপারী পাড়া গ্রামের মৃত্যু খয়বার রহমান ( খোকার ) ছেলে নিহত জাহাঙ্গীর আলমকে কুপিয়ে হত্যা করেন। এরই ধারাবাহিকতায় পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা হয় । যাহার মামলা নং-১৭, তাং-১৫/০৮/২০২৩ ইং।
উক্ত ঘটনায়, গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ পলাশবাড়ী থানার নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া তথ্য প্রযুক্তির সহায়তায় অত্র মামলার ঘটনার সহিত জড়িত এজাহার নামীয় আসামী ১। মোঃ মতিয়ার রহমান (৬০), ২। মোঃ লাল মিয়া কবিরাজ @ লালো (৬২), উভয় পিতা-মৃত ছেফাত কবিরাজ, ৩। মোঃ আবু বক্কর ছিদ্দিক (৩০), পিতা-মোঃ মতিয়ার রহমান কবিরাজ, ৪। মোছাঃ জোসনা বেগম (৫০), স্বামী-মোঃ লাল মিয়া কবিরাজ @ লালো, সর্ব সাং-তালুক জামিরা, থানা-পলাশবাড়ী এবং ৫। মোঃ সহিদুল ইসলাম ওরফে ভুলকু (৪০), পিতা-মৃত কাজী ঠসা, ৬। মোছাঃ মামুনি বেগম (৩৮), স্বামী-মোঃ সহিদুল ইসলাম ওরফে ভুলকু, উভয় সাং-চকবরুল, থানা-গাইবান্ধা সদর, সর্ব জেলা-গাইবান্ধাদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। এ দিকে নিহতের পরিবারের পক্ষ থেকে উক্ত আসামীদের ফাঁসির দাবি জানায়।