কেরানীগঞ্জে মোটরসাইকেল চুরির ঘটনা তদন্তে ১৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

দৈনিক তালাশ.কমঃ কেরাণীগঞ্জ আন্তঃজেলা মোটর সাইকেল চোরচক্রের ০৩ সদস্য গ্রেফতার করল কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ।

গত কিছুদিন ধরে কেরাণীগঞ্জ ও এর আশেপাশের এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যায়। একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্র চোখের নিমিষেই মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়। গত ১৯/০৭/২০২৩ খ্রিঃ তারিখে কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা গোলজারবাগ রোডে এরকমই একটি মোটরসাইকেল চুরির ঘটনায় জলিল উদ্দিন সর্দার অজ্ঞাতনামা চোরদের আসামী করে একটি মোটর সাইকেল চুরি মামলা রুজু করে। উক্ত মামলা রুজুর সাথে সাথে জনাব আসাদুজ্জামান, পিপিএম-বার, পুলিশ সুপার ঢাকা মহোদয় সংঘবদ্ধ এই মোটর সাইকেল চোর চক্রকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। যার পরিপ্রেক্ষিতে জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ (দক্ষিণ) এর সার্বিক তত্ত্বাবধানে জনাব শাহাবু্দ্দিন কবীর, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, কেরাণীগঞ্জ সার্কেল এর নেতৃত্বে ও অফিসার ইনচার্জ মামুন-অর রশিদ, পিপিএম এর সার্বিক সহযোগীতায় এসআই (নিঃ) অলক কুমার দে, এসআই (নিঃ) আবুল কালাম আজাদ, এসআই (নিঃ) ইমরান হোসেন এবং এএসআই (নিঃ) আল-আমিন খন্দকার এর সমন্বয়ে একটি চৌকস তদন্ত টিম বড় আকারের চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধারের লক্ষ্যে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও সোর্স নিয়োগ করে কার্যক্রম শুরু করে। তদন্ত টিম উপরোক্ত মোটরসাইকেল চুরির মামলাটি তদন্ত করতে গিয়ে বুঝতে পারে এই মোটর সাইকেলটি চুরির পিছনে একটি বড় মোটর সাইকেল চোর চক্রের হাত রয়েছে। উল্লেখিত মামলার তদন্তে প্রাপ্ত আসামী রাজিব-কে কেরাণীগঞ্জ মডেল থানার রসুলপুর পশ্চিম পার্শ্বের মহুয়া নার্সারির সামনে থেকে SUZUKI GIXXER ব্রান্ডের কাগজপত্র ও রেজিঃবিহীন একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করে জানতে পারে মোটর সাইকেলটি চোরাই মোটর সাইকেল, সে নবাবগঞ্জের গালিমপুর এলাকা থেকে মোটর সাইকেলটি চুরি করে এনেছে। পরবর্তীতে ধৃত আসামী রাজিবকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করিলে রাজিব জানায়, সে দিদার ও রাসেল সহ আরো কয়েকজন সহযোগী মিলে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সিন্ডিকেট গড়ে তুলেছে। আসামী রাজিবের এই চোর চক্রের সিন্ডিকেটটি বিভিন্ন জেলায় মোটর সাইকেল চোর চক্রের সদস্যদের মাধ্যমে মোটর সাইকেল চুরি করে সেই মোটরসাইকেল গুলোর রং, আকার-আকৃতি ও মোটরসাইকেল গুলোর ইঞ্জিন নম্বর এবং চেসিস নম্বর পরিবর্তন করে online Facebook market place (সোশ্যাল মিডিয়া) এ Border Cross নামে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন জেলার মোটরসাইকেল ক্রেতাদের নিকট বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামি রাজিব আরো জানায় তাদের মোটর সাইকেল চোর চক্রের অন্যতম সদস্য দিদার এবং রাসেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চোরাই মোটর সাইকেলসহ চোর চক্র সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। আসামী রাজিবের দেওয়া তথ্য মতে দিদারকে জিনজিরা মসজিদ ঘাট এলাকা থেকে SUZUKI SF ব্রান্ডের কাগজপত্র ও রেজিঃবিহীন একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করলে জানা যায় মোটরসাইকেলটি চোরাই মোটরসাইকেল, যা ধৃত আসামী রাজিব তাকে বিক্রয়ের জন্য দিয়েছিলো। তাদের উভয়কে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, উক্ত মোটর সাইকেলটি ধৃত আসামী রাজিব মোহাম্মদপুর বছিলা থেকে চুরি করেছিলো। মোটর সাইকেল চোর চক্র সদস্যদের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে ধৃত আসামি রাজিব ও দিদার জানায় তাদের চোর চক্রের সদস্য ও চোরাই মোটর সাইকেল বিক্রয়ের অন্যতম সহযোগী নোয়াখালী মাইজদী এলাকার রাসেল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী রাজিব ও দিদার-কে সহ তাদের মোটর সাইকেল চোর চক্রের অন্যতম সদস্য রাসেলকে গ্রেফতারের লক্ষে জনাব শাহাবুদ্দিন কবীর, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, কেরাণীগঞ্জ সার্কেল এর সরাসরি তত্ত্বাবধানে ও জনাব মামুন-অর রশিদ, পিপিএম, অফিসার ইনচার্জ এর সহযোগিতায়, এসআই (নিঃ) অলক কুমার, এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদ এর নেতৃত্ত্বে চৌকষ আভিযানিক দলটি তথ্য-প্রযুক্তির সহযোগিতায় নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার অন্তর্গত মাইজদী এলাকায় অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোর চক্রের অন্যতম সদস্য রাসেলকে আটক করে। গ্রেফতারকৃত আসামি দিদার ও রাসেলকে চোরাই মোটর সাইকেল সম্পর্কে ব্যাপকভাবে জিজ্ঞেসাবাদ করিলে তারা দুজনেই জানায় যে, তাদের আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সিন্ডিকেটের মূল হোতা ও পরিকল্পনাকারী ধৃত আসামি রাজিব। আসামী রাজিবের চোরাই মোটরসাইকেলগুলো আকার, আকৃতি, রং পরিবর্তন তথা ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয়ের জন্য দিদার ও রাসেল এবং পলাতক আসামী বিপুল ও আউয়াল রাজিবকে সহযোগিতা করত। মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা ও মোটরসাইকেল চোরচক্রের সর্দার রাজিবকে ধৃত আসামী দিদার ও রাসেলের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করলে ধৃত আসামী রাজিবও স্বীকার করে যে, সে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মুল হোতা এবং জানায় কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় হিন্দু চড়াইল সাকিনস্থ রাজিবের চোরাইকৃত মোটর সাইকেল মজুত রাখার জন্য ভাড়া করা একটি টিনের গ্যারেজ আছে। উক্ত গ্যারেজের ভিতরে ডিএমপি ও বিভিন্ন জেলা থেকে চুরি করা বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল বিক্রয়ের জন্য রাখা হয়েছে। পরবর্তীতে উক্ত গ্যারেজে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্রান্ডের ১২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই আভিযানিক টিমের নেতৃত্ত্বে সর্বমোট ১৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে কেরাণীগঞ্জ মডেল থানায় এই সংক্রান্তে মামলা নং-৮২, তারিখ-২৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৪১৩ পেনাল কোড রুজু হয়। অত্র মামলার পলাতক আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান।

গ্রেফতারকৃত আসামীঃ
০১। মোঃ রাজিব (২৫), পিতা-আবজাল হোসেন, মাতা-করিমন নেছা, সাং-আহাদী মাদবরকান্দি, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর।
০২। মোঃ দিদার হোসেন (২৮), পিতা-মৃত নুর আলম, মাতা-হোসনে আরা, সাং-নোয়াখোলা, থানা-চাটখিল, জেলা-নোয়াখালী।
০৩। মোঃ রাসেল (২৫), পিতা-মোঃ সিরাজ মিয়া, মাতা-রোসনআরা, সাং-ধর্মপুর, থানা-সুধারাম মডেল, জেলা-নোয়াখালী।

উদ্ধারকৃত মোটর সাইকেলের বর্ণনাঃ
১। ০১ (এক) টি সাদা ও ব্লু রংয়ের পুরাতন ১৫৫ সিসিরি SUZUKI SF মোটরসাইকেল, যাহার চেসিস নং-RMBLNG4B W124080,
২। ০১ (এক) টি লাল রংয়ের পুরাতন ১৫৫ সিসিরি SUZUKI SF মোটরসাইকেল, যাহার চেসিস নং-MB8NG4BAEF 8154275,
৩। ০১ (এক) টি লাল রংয়ের পুরাতন ১৫৫ সিসিরি SUZUKI SF মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-BGA1-207037, যাহার চেসিস নং-MB8NG4BBKF832 (ঘষামাজা),
৪। ০১ (এক)টি ব্লু রংয়ের ১৫৫ সিসিরি পুরাতন SUZUKI SF মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-BGA1-524619,যাহার চেসিস নং-MB8NG4BBDJ 9106256,
৫। ০১ (এক) টি ব্লূরংয়ের পুরাতন ১৫০ সিসির RTR মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-OE4BL2002741, যাহার চেসিস নং-PS634KE48L6H22282,
৬। ০১ (এক) টি লাল রংয়ের ১৫৫ সিসিরি পুরাতন APACHE 4v মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং ও চেসিস নং- ঘষামাজা,
৭। ০১ (এক) টি কালো রংয়ের ১৫৫ সিসিরি পুরাতন SUZUKI SF মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-BGA1-495513, যাহার চেসিস নং-MB8NG4BBBJ91051,
৮। ০১ (এক) টি ব্লু রংয়ের ১৫৫ সিসিরি পুরাতন SUZUKI SF মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-BGA1-613439, যাহার চেসিস নং-RMBL-NG4BX-100932,
৯। ০১ (এক) টি সিলভার রংয়ের রেজিঃবিহীন ১৫৫ সিসিরি পুরাতন SUZUKI SF নিউ ভার্সনের মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং ও চেসিস নং (ঘষা মাজা),
১০। ০১ (এক) টি সাদা ও ব্লু রংয়ের পুরাতন ১৫৫ সিসির SUZUKI GIXXER মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-BGA1-296055,যাহার চেসিস নং-MB8NG4BAJ G9101424,
১১। ০১ (এক) টি লাল রংয়ের ১৫৫ সিসিরি পুরাতন APACHE 4V মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর (ঘষা মাজা),
১২। ০১ (এক) টি কালো রংয়ের ১৫০ সিসিরি পুরাতন পুরাতন PULSER মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং ও চেসিস নং ঘষামাজা অস্পষ্ট,
১৩। ০১ (এক) টি সাদা রংয়ের ১৫৫ সিসিরি পুরাতন RTR মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং ও চেসিস নং ঘষামাজা অস্পষ্ট,
১৪। ০১ (এক) টি ব্লু রংয়ের ১৫৫ সিসিরি পুরাতন SUZUKI SF মোটরসাইকেল, হার ইঞ্জিন নং-BGA1-817467,যাহার চেসিস নং-RMBL-ED13J-109526,
১৫। ০১ (এক) টি কালো রংয়ের পুরাতন ১৫৫ সিসির SUZUKI GIXXER SF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *