দৈনিক তালাশ.কমঃফতুল্লায় ট্রেনে কাটা পড়ে বন্যা রানী দাস (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহতের পড়নে ছিল গোলাপি রংয়ের সেলোয়ার কামিজ।
সোমবার (২৮ আগষ্ট) সকাল পৌনে ১১টায় ঢাকাগামী ট্রেনে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এঘটনা ঘটে। বন্যা রানী দাস ফতুল্লার লালখা এলাকায় বসবাস করত।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের আইসি নূর মোহাম্মদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।