দৈনিক তালাশ.কমঃ পলাশবাড়ী প্রতিনিধিঃসরেজমিনে জানা যায়, গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা ৯ নং হরিনাথপুর ইউনিয়নে তালুক জামিরা ব্যাপাড়ী পাড়া গ্রামের, গত ১৪/০৮/২০২৩ ইং তারিখে সকাল অনুমান ১১: ঘটিকায় প্রকাশ্যে তালুক জামিরা বাজারে নৃশংসভাবে কুপিয়ে ১ জনকে হত্যা করে পালিয়ে যায়, মতিয়ার গং এর সকল আসামিরা। হত্যাকান্ডের ১৩ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। অতপর অদ্য ২৭/০৮/২০২৩ ইং সকাল অনুমান ১১ ঘটিকা হইতে দুপুর ১ টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচির ডাক দেন নিহতের পরিবার । নিহত পরিবারের ডাকে এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন। কর্মসূচিতে নিহতের পরিবারের পক্ষ থেকে বক্তব্যে বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামিদের কে দ্রুত গ্রেফতার পুর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানায়। উক্ত মানববন্ধননে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার জানায়,আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আসামিদের গ্রেফতার করার জন্য প্রতিনিয়ত দায়িত্ব পালন করে যাচ্ছে। মানববন্ধন কর্মসূচিতে নিহতের পরিবারের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বলা যাচ্ছেনা কখন গ্রেফতার হবে, তবে আগামী ৪৮ ঘন্টা মধ্যে আমরা আসামীদের কে আইনের আওতায় নিয়ে আসবো। এরই পরিপ্রেক্ষিতে অদ্য ২৭/০৮/২০২৩ ইং সন্ধ্যা অনুমান সময় ৭:৩০ ঘটিকায় র্র্যাব এর একটি চৌকস টিম সাভারে অভিযান চালিয়ে উক্ত হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় । আসামীরা হলেন, মতিয়ার, সিদ্দিক, নালো,জোন্সা বেগম।