সোনারগাঁ থেকে ট্রাক চুরি ঘটনায়,থানায় অভিযোগ

দৈনিক তালাশ.কমঃ জীবন আহম্মেদ :নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে সানজিদা ফিলিং স্টেশনের সামনের থেকে ফারিয়াজ এন্টারপ্রাইজ নামে একটি ট্রাক চুরি হয়েছে।

গত শুক্রবার দিবাগত (২৬আগস্ট ) রাত আনুমানিক ৩ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে সানজিদা ফিলিং স্টেশন হইতে চুরি হয়েছে ।

ট্রাক মালিক খোকন মিয়া জানান, প্রতি দিনের ন্যায় সারাদিন বিভিন্ন যায়গা ভাড়া চালিয়ে রাতে সানজিদা ফিলিং স্টেশন প্রতিষ্ঠানের সামনেই ট্রাক রাখা হতো। শনিবার ভোরে এসে তিনি দেখতে পান ট্রাকটি নির্ধারিত স্থানে নেই। রাতের কোনো এক সময় কে বা কারা ট্রাকটি চুরি করে নিয়ে গেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ এলাকার মৃত হেকমত আলীর ছেলে মো: খোকন মিয়া একটি ট্রাক যার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো-ট ১৫,১৪১৬ ইঞ্জিন নং E413CDHD/127662 চেসিস নং MC2C5 HRC0HB/363559।

এ ব্যাপারে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ট্রাক মালিক মো: খোকন মিয়া।

সোনারগাঁ থানার (ওসি) তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া ট্রাক উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *